You dont have javascript enabled! Please enable it!

কালামপুর বাজার কালভার্টে গণহত্যা ও বধ্যভূমি, ঢাকা

ঢাকার অদূরেই ধামরাই। ধামরাইয়ের রথ, রথের অনুষ্ঠান এবং মেলার খুবই খ্যাতি ছিল সারা বাংলায়। পাকসেনা ও তাঁর দোসররা হামলা চালিয়ে সব ধবংস করে দেয়। লুট করে সোনা, টাকা-পয়সা, হত্যা করে বহু মানুষকে। ধামরাই থেকে মাইল কয়েক দূরে কালামপুর বাজারের কাছে একটি কালভার্টে হত্যা করা হতো বাঙালিদের। এই স্থানটিকে পাকিস্তানিরা বধ্যভূমি হিসেবে বেছে নিয়েছিল। ‘সংবাদ’ প্রতিনিধি ১৯৭২ সালে এ স্থানটি সম্পর্কে উল্লেখ করেছেন। তাঁর ভাষায়:
…..দীনেশ রায় এবং ছেলে হাবুলকেসহ এঁদের ধামরাই থেকে ৩-৪ মাইল দুরবর্তী কালামপুর বাজারে নিয়ে যায়। সবার চোখ বাঁধা। বাজারের পাশেই কালামপুর আতাউর রহমান হাইস্কুলের মাঠ। মাঠের পাশ দিয়ে একটা খাল নদীতে গিয়ে পড়েছে। বাজার থেকে স্কুলে আসতে একটি কালভার্ট। উপরে সিমেন্তের আস্তরন নেই। বাঁশ দিয়ে সাঁকো বেঁধে লোক যাতায়াত করার মতো ব্যবস্থা করে রাখা হয়েছে। তখনও খালে জল গড়ায়নি। কালভার্টের নিচে সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো ১৪ জন মানুষকে। সবার পুরোভাগে সর্বজন শ্রদ্ধেও দীনেশ রায় এবং তাঁর পেছনে আদরের দুলাল হাবুল। এভাবে ১৪ জনকেই দাড়াতে হয়েছিল। তারপর আর বলা যায় না। … গুলি চালাল। সবাই শেষবারের মতো ঘুমিয়ে বাংলা মায়ের কোলে চিরনিদ্রায়।
[১৩৭] সুকুমার বিশ্বাস

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত