You dont have javascript enabled! Please enable it! কুচনি গ্রাম গনহত্যা ও গণকবর | ব্রাহ্মণবাড়িয়া - সংগ্রামের নোটবুক

কুচনি গ্রাম গনহত্যা ও গণকবর, ব্রাহ্মণবাড়িয়া

সরাইল উপজেলার নওয়াগাঁও ইউনিয়নের কুচনি গ্রাম একাত্তরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ আশুগঞ্জ শাহবাজপুর গ্রামের রাজাকার বাচ্চু ও সাবুর সহযোগিতায় পাকহানাদার বাহিনী অতর্কিত হামলা চালায়। পাকিস্তানি সৈন্যরা কুচনি গ্রামের বিভিন্ন বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এ সময় বিভিন্ন বাড়িঘরে আগুন দেয় এবং ১ জন মহিলাসহ ৯ জনকে নির্মমভাবে হত্যা করে। গ্রামের হিন্দু পরিবারের ৯ জনকে হত্যার পর তাঁদের লাশ কুচকি খেলার মাঠে (বর্তমানে কুচকি প্রাথমিক বিদ্যালয়) একসঙ্গে মাটিচাপা দেয়া হয়।
[১১৯] শাহজাহান আলম সাজু

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত