You dont have javascript enabled! Please enable it!

কাঁঠালতলা গণহত্যা, বাগেরহাট

১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর রোববার ১৯ ভাদ্র ১৩৭৮ বাগেরহাটের ফকিরহাট থানা…মিলিটারিদের গুলিতে মারা যায়। গ্রাম থেকে যেসব মেয়ে পালাতে পারেনি, তাঁদের কয়েকজন রাজাকার ও মিলিতারিদের হাতে নির্যাতিতা হন। একজন বৃদ্ধ ঘর থেকে বের হতে পারেনি তাকে ঘরের মধ্যে রেখে ঘর জ্বালিয়ে দেয়। মানুষ হত্যা ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে, সম্পত্তি লুট করতে করতে সকাল আটটা থেকে বেলা প্রায় ২/৩টা পর্যন্ত অপারেশন চালিয়ে সেনারা গৌরনদী ছাউনিতে ফিরে যায়। পাকসেনারা অপারেশন শুরু করে ঘোড়ারপাড় হয়ে কাঠিরা এবং আসকর কালিবাড়ি পর্যন্ত।
ধবংশযজ্ঞ শেষে যাদের পরিচয় পাওয়া গেছে তাঁদের আত্মীয় স্বজনরা সেসব লাশ নিয়ে যায়। বাকি লাশগুলো গ্রামবাসীরা সৎকার করে। পাকবাহিনী এই অঞ্চলে যে নারকীয় হত্যাযজ্ঞ চালায় সেখানে ৪৫ জন নিরীহ নর-নারী শহীদ হন। এই শহীদদের স্মরণে ‘কাঠিরা শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মিত হয়েছে।
[৬০০] হাসিনা আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!