কানকাটি গণহত্যা, কিশোরগঞ্জ
১৯৭১ সালের ১ সেপ্টেম্বর পাকিস্তানি সৈন্য ও তাঁদের সহযোগীরা কিশোরগঞ্জ সদর উপজেলার কলকড়িয়াইল ইউনিয়নের কানকাটি খারপাড় গ্রামে ছাত্রনেতা বর্তমানে শিক্ষাবিদ সুধীরচন্দ্র সরকারের বাসায় হামলা চালায়। সেখানে অবস্থানরত হর্ষবর্ধন সরকার, সুধীরচন্দ্রের পিতা সুরেন্দ্রচন্দ্র সরকার, বিশ্ববর্ধন সরকার, জ্ঞানচন্দ্র নন্দী, জয়চন্দ্র নন্দী ও মধুসূদন নন্দীকে হত্যা করে। আরো কয়েকজনকে হত্যার জন্য ধরে নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়া হয়।
[৩৯৯] মুনতাসীর মামুন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত