কাথুলি-ভাটপাড়া কুঠি নির্যাতন কেন্দ্র, মেহেরপুর
মুক্তিবাহিনীর অব্যাহত আক্রমণের মুখে আগস্টের ০২ তারিখে মেহেরপুরের গাংনী থানার সীমান্তবর্তী গ্রাম কাথুলি থেকে পাকিস্তান সেনাবাহিনী তাঁদের আস্তানা গুটিয়ে চলে আসে ভাটপাড়ায়, নীল্কর ইংরেজদের পরিত্যক্ত কুঠিবাড়িতে। পিস কমিটির সদস্য এবং রাজাকারদের সহযোগিতায় এখানে তারা বেপোরোয়া নির্যাতনযজ্ঞ চালায়। গাংনী থানার বহু নারী-পুরুষ এই ভাটপাড়া কুঠিতে হয় নির্যাতিত। নির্যাতনের পর অনেককে হত্যা করে কাজলা নদীতে ভাসিয়ে দেয়া হয়। এ সময় গাংনী বাজারে স্থাপিত পিস কমিটির অফিসটিও হয়ে ওঠে অন্যতম নির্যাতন কেন্দ্র।
[১০৩] রফিকুর রশীদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত