কামারজানি গণকবর, গাইবান্ধা
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে তুলসীঘাট বিসিক শিল্প নগরীর সন্নিকটে দুটি ভিন্ন কবরে তিনজন শহীদকে সমাধিস্থ করা হয়েছে।
কামারজানিতে (বাজারের দক্ষিণে) একটি গণকবর আছে। ওখানে আর্মি ক্যাম্প ছিল। বল্লমঝার ইউনিয়নের চক গয়েশপুর শহীদের কবর। নান্দিনার যুদ্ধে পরাজিত হয়ে পালানোর সময় তিনজন মুক্তিযোদ্ধা এই গ্রামে রাজাকার কতৃক আক্রান্ত হয়ে দুজন শহীদ হন। রাতে গ্রামবাসী গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের পূর্ব পাশে মাঠের মধ্যে গ্রাম্য গোরস্থানে দুজনকে পাশাপাশি কবর দেন।
[৫৮০] ড. মো. মাহবুবুর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত