কফিল শাহ গুদাম গণকবর, গাইবান্ধা
কফিল শাহ গুদাম সংলগ্ন মাঠের পুরোটাই গণকবরে পূর্ণ। পাকিস্তানি বাহিনী শত শত নিরীহ বাঙালিকে হত্যা করে এই মাঠে মাটি চাপা দেয়। গুদামের অভ্যন্তরে পাশবিক নির্যাতনের পর অসংখ্য নারীকে হত্যা করে এই মাঠে পুঁতে ফেলা হয়। স্বাধীনতার পর তাঁদের শাড়ির ছিন্ন অংশ, মাথার চুল ইত্যাদি এখানে পড়ে থাকতে দেখা গেছে। এমনকি যে রুমালে চোখ বেঁধে নির্যাতন করা হয়েছিল সেই রুমালটিও এখানে পড়ে ছিল। এ ছাড়া গুদামের কক্ষগুলোতে রক্তমাখা অনেক ইট ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়। জানা যায়, অনেককে গুলি না করে এই সব ইতের উপর আছড়ে থেঁতলে হত্যা করা হয়। এছাড়া ফুলছড়িতে রেল লাইনের ধারে প্রায় ৩-৪শ’ শহীদের একটি গণকবর রয়েছে।
[৩৪] ডা. এম. এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত