কাইয়ারহাট ওয়াপদা নির্যাতন কেন্দ্র, গাইবান্ধা
গাইবান্ধার ফুলছড়ি থানার কাইয়ারহাট (বর্তমান নাম, মৌজা কঞ্চিপাড়া) এর নিকটবর্তী ওয়াপদা ডাকবাংলোতে আর্মি ক্যাম্প ছিল। নয় মাস ধরেই এখানে ক্যাম্প ছিল। রাজাকারেরাও ঐ ক্যাম্পে থাকত। আর্মি এখানে সান্ধ্য আইন জারি করত। মানুষের বাড়ি থেকে গরু-ছাগল ধরে আনত। নারী নির্যাতন করত। অন্য স্থান থেকে মেয়ে নিয়ে এসে নির্যাতন করেছে। ভাষার পাড়া থেকে ২২টা গরু (২ দিনে) নিয়ে গিয়েছিল।
ক্যাম্প থেকে উত্তরে ৪-৫ কিলোমিটার দূরে সৈয়দপুর পর্যন্ত হেঁটে ডিউটি করত। বিভিন্ন বাড়ি থেকে ছাগল-গরু হাস-মুরগি আনত। ক্যাম্পে রাজাকার ছিল ২০ জন। এঁরা অধিকাংশ কামারজানীর। আর্মি ছিল অগণিত। আসত এবং যেত।
[৫৮০] মো. মাহবুবর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত