You dont have javascript enabled! Please enable it!

কাইয়ারহাট ওয়াপদা নির্যাতন কেন্দ্র, গাইবান্ধা

গাইবান্ধার ফুলছড়ি থানার কাইয়ারহাট (বর্তমান নাম, মৌজা কঞ্চিপাড়া) এর নিকটবর্তী ওয়াপদা ডাকবাংলোতে আর্মি ক্যাম্প ছিল। নয় মাস ধরেই এখানে ক্যাম্প ছিল। রাজাকারেরাও ঐ ক্যাম্পে থাকত। আর্মি এখানে সান্ধ্য আইন জারি করত। মানুষের বাড়ি থেকে গরু-ছাগল ধরে আনত। নারী নির্যাতন করত। অন্য স্থান থেকে মেয়ে নিয়ে এসে নির্যাতন করেছে। ভাষার পাড়া থেকে ২২টা গরু (২ দিনে) নিয়ে গিয়েছিল।
ক্যাম্প থেকে উত্তরে ৪-৫ কিলোমিটার দূরে সৈয়দপুর পর্যন্ত হেঁটে ডিউটি করত। বিভিন্ন বাড়ি থেকে ছাগল-গরু হাস-মুরগি আনত। ক্যাম্পে রাজাকার ছিল ২০ জন। এঁরা অধিকাংশ কামারজানীর। আর্মি ছিল অগণিত। আসত এবং যেত।
[৫৮০] মো. মাহবুবর রহমান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত