You dont have javascript enabled! Please enable it!

উদ্যান উন্নয়ন বোর্ড সংলগ্ন বধ্যভূমি, যশোর

যশোর-ঝিনাইদহ সড়কের পাশে সেনানিবাস সংলগ্ন উদ্যান উন্নয়ন বোর্ড কার্যালয়ের সীমানা প্রাচীরের মধ্যে বধ্যভূমি শনাক্ত করেছে মুক্তিযোদ্ধা সংসদ। এই বধ্যভূমিতে ৫ জনের নামফলক বিশিষ্ট কবরটির আশেপাশে অগণিত মানুষকে পাকবাহিনী ও তাঁর দোসর আলবদর-রাজাকাররা নৃশংসভাবে হত্যা করে মাটিচাপা দেয়। খনন করলে তাঁর প্রমাণ পাওয়া যাবে। ফলকটিকে শাহবুদ্দীন, সফিউদ্দীন, জহুরুল ইসলাম, ইজ্জত আলী ও আবুল হোসেনের নাম খোদাই করা আছে। কিন্তু এখানে এক গর্তে ৪ জনকে মাটিচাপা দেয়া হয়। দুজনের নাম জানা যায়নি বলে ফলকে লেখা হয়নি। যে ৫ জনের নাম ফলকে লেখা আছে তাঁর মধ্যে প্রথম ৪ জনের বাড়ি সদর উপজেলার সানতলা গ্রামে ও অন্যজনের বারি ছাতিয়ানতলায়।
১৯৭১ সালের মার্চ মাস থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই বধ্যভূমিতে অসংখ্য বাঙালিকে বিভিন্ন স্থান থেকে ধরে এনে গুলি এবং জবাই করে হত্যা করা হয়।
[৩৭৭] সংকলন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!