ওয়াপদা ওয়ার্কশপে গণহত্যা, ঠাকুরগাঁও
খানসেনারা তাঁদের গণহত্যার স্বাক্ষর রেখেছে ঠাকুরগাঁও ওয়াপদার মেকানিক্যাল ওয়ার্কশপের মধ্যে পথযাত্রী লোকজনকে ধরে নিয়ে আসা হতো এই ওয়ার্কশপের মধ্যে। এখানে চালানো হতো নির্যাতন এবং তারপর নৃশংসভাবে হত্যা করা হতো সবাইকে। স্বাধীনতার পরবর্তীসময়ে এখানের গণকবর খুঁড়ে বেশ কয়েকটি মাথার খুলি ও হাড্ডী উদ্ধার করা হয়েছিল।
[৯৫] মোহাম্মদ এমদাদুল হক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত