You dont have javascript enabled! Please enable it!

ওয়াপদা গার্ড কোয়ার্টার বধ্যভূমি, চুয়াডাঙ্গা

মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি সৈন্যরা আলমডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন লাল্ব্রিজ স্থানটিতে ক্যাম্প স্থাপন করে। তারা গোয়ালন্দ, সিরাজগঞ্জ, পার্বতীপুর, সৈয়দপুর, রাজশাহী ও ঈশ্বরদী হতে দর্শনা ও খুলনাগামী ট্রেনগুলোতে তল্লাশী চালিয়ে মুক্তিযোদ্ধা সন্দেহে বিভিন্ন বয়সের বাঙালিদের ও সুন্দরী যুবতী মহিলাদের নামিয়ে নিত। তাঁদের ওয়াপদা গার্ড কোয়ার্টারে নিয়ে নির্যাতন করে হত্যা করত এবং কোয়ার্টার সংলগ্ন জমিতে লাশ পুঁতে রাখত। এছাড়া যুবতীক মহিলাদের দিনের পর দিন পাশবিক ও শারীরিক নির্যাতন শেষে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখত। একাত্তর সালের এই বধ্যভূমিতে সহস্রাধিক বাঙালি নারি-পুরুষকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়।
[২২৭] রফিকুল আকবর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!