You dont have javascript enabled! Please enable it! ওয়াপদা ডাকবাংলো গণকবর | নড়াইল - সংগ্রামের নোটবুক

ওয়াপদা ডাকবাংলো গণকবর, নড়াইল

নড়াইল ওয়াপদা ডাকবাংলো প্রাঙ্গণে রয়েছে গণকবর। তুলারামপুরে কতিপয় আওয়ামী লীগ নেতা তরফদার আতিয়ার রহমানের বাড়িতে এক গোপন সভায় মিলিত হন। সভায় সিদ্দান্ত হয় সামরিক প্রশিক্ষণ নেবার জন্য সবাই ভারতে যাবেন। তুলারামপুরের বাসিন্দা নড়াইলের রাজাকার প্রধান মাওলানা সোলায়মান এই সংবাদ পাকসেনাদের জানায়। ১৯৭৮ বঙ্গাব্দের ১২ বৈশাখ তুলারামপুরে অভিযান চালিয়ে হানাদাররা গ্রেফতার করে তরফদার আতিয়ার রহমান, তরফদার রফিকুল ইসলাম, তরফদার মাহতাব উদ্দীন (বিএ ক্লাসের ছাত্র), তরফদার তরফদার আলতাফ হোসেন, তরফদার আব্দুস সালাম, কাইজার হোসেন মোল্লা, মোকাম মোল্লা, মকবুল হোসেন শিকদার প্রমুখকে। বন্দিদের আনা হয় নড়াইল ওয়াপদা ডাকবাংলোয়। তারপর তাঁদের ওপর একটানা তিন দিন অকথ্য নির্যাতন চালানো হয়। জানা যায়, ১৫ বৈশাখ বন্দিদের দিয়ে ডাকবাংলো প্রাঙ্গনেই একটি কবর খোড়ানো হয়। এরপর তাঁদের সেই কবরে জীবন্ত মাটিচাপা দেওয়া হয়।
[৩৪] ডা.এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত