ওয়াপদা প্রাঙ্গণ বধ্যভূমি, পাবনা
শহর থেকে আধ মাইল দূরে বিলিহালট অঞ্চলেও পাকিস্তানিদের বর্বরতার সাক্ষী হিসেবে বধ্যভূমির সন্ধান পাওয়া যায়। বিলিহালট গ্রামের আকসার আলী বলেন, এ অঞ্চলের ঝোপঝাড়ে হানাদার পশুরা নির্যাতন চালিয়ে বহু সংখ্যক বাঙালিকে হত্যা করে। ওয়াপদার কাছাকাছি একটি দোতলা দালান ছিল। এর জানালার কাচগুলো কালো রঙ দিয়ে বন্ধ করে দেয়া হয় যাতে বাইরে আলো না যায়। এই বাড়িটি হানাদাররা কসাইখানা হিসেবে ব্যবহার করত। এর দুটি কামরায় বাগালিদের অমানুষিক নির্যাতন করে হত্যা করা হতো। এখানে একটি গর্তে অনেক নরকঙ্কাল ও একটি গর্তে ৬০ কঙ্কাল পাওয়া যায়। আরও বিভিন্ন গর্তে অনেক মানুষকে হত্যা করা হয়।
[৩৫৩] রফিকুল আকবর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত