You dont have javascript enabled! Please enable it!

উজানীসার-ধরখার ব্রিজ গনহত্যা, ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়া উপজেলার উজানীসার-ধরখার ব্রিজটির নিচ দিয়ে মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে নৌকায় ভারতে যাবার সময় মাঝেমধ্যেই পাকহানাদার ও রাজাকাররা অতর্কিত আক্রমণ চালিয়ে নির্বিচারে গণহত্যা চালাত। একাত্তরে এ স্থানে অসংখ্য মানুষকে গুলি করে হত্যার পর তাঁদের লাশ পানিতে ভাসিয়ে দিত। তথাপিও উজানীসার-ধরখার ব্রিজের দক্ষিণ অংশে অন্তত ১৫০ জন বাঙালির গণকবর রয়েছে। এছাড়া ধরখার গ্রামের দক্ষিণে গৌরাঙ্গ কর্মকারের পুকুরের দক্ষিন-পূর্বপাড়ে তিনজনের গণকবর রয়েছে।
[১১৯] শাহজাহান আলম সাজু

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!