আশকার বাড়ি গণহত্যা, পটিয়া, চট্টগ্রাম
সেনাবাহিনী চট্টগ্রাম জেলাধীন পটিয়ার বিভিন্ন গ্রাম ও এলাকা এবং বিশেষ বিশেষ বাড়িতে অভিযান চালিয়ে নির্বিচারে হত্যাকাণ্ড চালায়। এলাকার হাইদগাও পণ্ডিত বাড়িতে (আশকার বাড়ি) পাকবাহিনী রাজাকারদের সহযোগিতায় আক্রমণ চালায় ১৯ আগস্ট। সকাল আটটা থেকে দশটা পর্যন্ত পরিচালিত তাঁদের এই সম্মিলিত সশস্ত্র অভিযানে শহীদ হন আশকার বাড়ির মাস্টার উপেন্দ্রলাল চৌধুরী, মাস্টার অম্বিকা চরণ চৌধুরী, ডা. ভানেশ্বর চৌধুরীসহ মোট ১১ ব্যক্তি। এঁদের সবাইকে এক লাইনে সারি বেঁধে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। তবে এঁদের মধ্যে থেকে গুরুত্বর আহত অবস্থায় বেঁচে যান সারদা চরণ চৌধুরী ও সুধাংশু বিমল চৌধুরী (ডাক্তার)।
[১১] আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত