You dont have javascript enabled! Please enable it!

ইতনা গনহত্যা, নড়াইল

২৩ মে ভোরে ভাটিয়াপাড়া ক্যাম্প (নড়াইল) থেকে দুটো গানবোট ইতনা গ্রামে আসে। গ্রামে একজন পাগলা ছিল। মিলিটারি দেখে সে চিৎকার করে সয়াবিকে সাবধান করে। মুহূর্তের মধ্যে গুলিতে ঝাঁঝরা করে দেয়া হয় তাঁর বুক। এই ইতনা গ্রামে ৭৫ জন মতান্তরে ৫৮ জনকে গুলি করে হত্যা করা হয় সেদিন। আহত হন দেড় শতাধিক। আহতরা বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মারা যান। এখানকার প্রত্যেক কবরে ৫-৭ জন করে মাটিচাপা দেয়া হয়। নিহতদের কয়েকজন হলেন – শেখ হাফিজুল ইসলাম হীরা মিয়া, সৈয়দ শওকত আলী, সৈয়দ কওছার আলী, সৈয়দ এছমত আলী, সৈয়দ মোশারফ আলী, সিকদার ওয়ালিয়ার রহমান প্রমুখ।
[৩৪] ডা. এম. এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!