আমঝুপি গণহত্যা, মেহেরপুর
পাকিস্তান সেনাবাহিনীর একটি বিশাল বহর ১৮ এপ্রিল চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে আসার পথে আমঝুপিতে ব্যপক গণহত্যা চালায়। আমঝুপি ফার্মের কাছ থেকে গুলিবর্ষণে করতে করতে তারা অগ্রসর হয় সম্মুখে। এই বেপরোয়া গুলিবর্ষণে অনেকেই হতাহত হয়। আমঝুপি ব্রিজ পেরিয়ে কোলার মোড়ে ১১ জন সাধারণ গ্রামবাসীকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি চালায়। সৌভাগ্যক্রমে দুজন আহত অবস্থায় বেঁচে যান। এদিন আমঝুপি গ্রামের মোট ২৫ জন নিরীহ সাধারণ মানুষ এই গণহত্যার শিকার হন।
[১০৩] রফিকুর রশীদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত