আমতলা গণকবর, বগুড়া
ফুলবাড়ি (বগুড়া) উত্তরপাড়া আযীযুল হক কলেজের পেছনে ২৯ জনের একটি গনকবরের তথ্য দিয়েছেন আব্দুল বারি ও আব্দুল জলিল।
বগুড়া জেলায় আরও কিছু গনকবরের সন্ধান পাওয়া গেছে। সার্কটি হাউস, পুলিশ লাইন, রেলওয়ে মাঠ ও রেল স্টেশনের আশেপাশের বিচ্ছিন্ন এলাকা, ওয়াপদা, এতিমখানা ইত্যাদি স্থানে অসংখ্য নরনারীকে ধরে এনে অত্যাচারের পর হত্যা করে মাটিচাপা দেয়া হয়েছে এছাড়া জয়পুরহাট, গাবতলী, সোনাতলা, শিবগঞ্জ, ঘোনা প্রভৃতি স্থানে রয়েছে অসংখ্য গণকবর ও বধ্যভূমি।
[৩৪] এম. এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত