আলমডাঙ্গা থানা শহর গণহত্যা, চুয়াডাঙ্গা
পাকবাহিনী ১২ মে আলমডাঙ্গা থানা শহরে ঢুকে ব্যাপক হত্যা ও লুটপাট শুরু করে। তারা অসংখ্য মানুষকে ধরে এনে হাট বোয়ালিয়ার কাছে গুলি করে মাথাভাঙ্গা নদীতে ফেলে দেয়। এখানে যাঁদেরকে হত্যা করা হয় তাঁদের মধ্যে ছিলেন শিক্ষক আবুল হোসেন, দোয়ারকা দাস, পুলিশ অফিসার বসন্তকুমার, মধুবাবু, মনির উদ্দীন, উমাদ আলী, আবুল হোসেন বিশ্বাস এবং আকবর আলী।
[৩৪] ডা. এম. এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত