আদমজীনগর শিমুলপাড়া ব্লক বধ্যভূমি, নারায়ণগঞ্জ
স্বাধীনতার অব্যবহিত পরেই এই বধ্যভুমিটির সন্ধান পাওয়া গিয়েছিল। আদমজী জুট মিলের বেশ কিছু শ্রমিক এখানকার একটি ডোবা থেকে বহুসংখ্যক নরকঙ্কাল উদ্ধার করে। উল্লেখ্য, পাক হানাদার বাহিনী ও তাঁদের এদেশীয় সহযোগীরা বিভিন্ন স্থান থেকে বাঙালিদের ধরে এনে এখানে নিষ্ঠুরভাবে হত্যা করত। এছাড়া জানা যায় যে, আদমজীনগর এলাকার অনেক বাঙালি শ্রমিককেও এখানে হত্যা করা হয়েছিল।
[২২৩] রোজিনা কাদের
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত