আকছিনা গনহত্যা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া
কসবা উপজেলার সদর ইউনিয়নের আকছিনা গ্রামে পাকিস্তানি সৈন্যরা রাজাকারদের সহযোগিতায় অনেক লোককে গুলি করে হত্যা করে। সেদিন ছিল শুক্রুবার। আকছিনা গ্রামে আওয়ামী লীগ নেতা আবু মিয়ার বাবা জমিতে চাষরত অবস্থায় পাকবাহিনীর গুলিতে শাহাদাৎ বরন করেন। এছাড়া আকছিনা গ্রামের বটগাছের নিকট ওসমান মিয়া, নুরু বক্স, শরব আলীকে গুলি করে হত্যা করা হয়। এরপর মালু মিয়া, আবুল খায়ের মাস্টার, হুমায়ুন কবীর (ইঞ্জিনিয়ার), লিটন মিয়া (নূর ইসলাম মেম্বারের ছেলে), মোল্লাবাড়ির হারু মিয়া, আলী মিয়া, আব্দুল আজিজ, জুজু মিয়া হানাদারদের গুলিতে শাহাদাৎ বরন করেন। সেখানে তাঁদের গণকবর রয়েছে।
[৫৩৬] শাহজাহান আলম সাজু
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত