আর্টস কাউন্সিল নির্যাতন কেন্দ্র, রংপুর
রংপুর সেনানিবাস এবং শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আর্টস কাউন্সিল ভবনটি নারী নির্যাতনের কেন্দ্র হিসেবে ব্যভার করা হতো। কয়েকশ যুবতীকে প্রায় উলঙ্গ অবস্থায় রেখে প্রতিদিন তাঁদের ওপর পাশবিক অত্যাচার চালানো হতো। স্বাধীনতার পর আর্টস কাউন্সিল হলের পাশে অসংখ্য কঙ্কাল, অর্ধগলিত লাশ, ব্লাউজ, শাড়ি ও অন্তর্বাস পরে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীর কাছে থেকে জানা যায়, রংপুর থেকে ৩০০-৪০০ সুন্দরী মহিলাকে ঢাকা ও অন্যান্য স্থানে খানসেনাদের মনোরঞ্জনের জন্য পাঠানো হয়, যাদের আর কোনো খোঁজ মেলেনি।
[৩৪] ডা. এম. এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত