৩ এপ্রিল ১৯৭১ঃ করাচীতে কাউন্সিল মুসলিম লীগ সভাপতি দৌলতানা
করাচীতে সংবাদপত্রে দেয়া বিবৃতিতে পাকিস্তান কাউন্সিল মুসলিম লীগের সভাপতি মিয়া মমতাজ দৌলতানা বলেন যে, পাকিস্তানের প্রতি ভারতের আক্রমণাত্মক অভিসন্ধির পরিপ্রেক্ষিতে সরকারের পেছনে জনগনের অটল আস্থাবান থাকা উচিত এবং ভারতীয় হুমকি মোকাবেলায় আমাদের ঐক্য প্রদর্শন করতে হবে। তিনি বলেন ভারতের দুরভিসন্ধি সম্পর্কে আলাপ আলোচনা কিংবা নিন্দা করার সময় আমাদের নেই বরং এটা মোকাবেলা করাই আমাদের প্রধান এবং প্রথম কর্তব্য। আন্তজার্তিক রীতিনীতি ও প্রতিষ্ঠিত আইন লঙ্ঘন করে ভারত যে নির্লজ্জ ভাবে আক্রমণাত্মক নীতি অনুসরণ করছে সেটাকে শুধু আমাদের দেশের সার্বভৌমত্ব এর প্রতি হুমকি সৃষ্টি বিবেচনা করাই নয় সারা মুসলিম বিশ্ব এর প্রতি হুমকি।