You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
২৬শে ডিসেম্বর ১৯৭১

বঙ্গবন্ধুর সঙ্গে ভুট্টোর আলোচনা

রাওয়ালপিন্ডি, ২৪ ডিসেম্বর—এক বিশ্বস্তসূত্রে খবর পাওয়া গেছে, গত ২৩ ডিসেম্বর পাকিস্তানের নয়া প্রেসিডেন্ট নবাবজাদা ভুট্টো ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মধ্যে আলাপ আলোচনা আরম্ভ হয়েছে। খুব অল্প সময় ধরে এই আলোচনা চলে। এই আলোচনাকে প্রথম পর্যায়ের আলোচনা বলে অভিহিত করা হয়েছে। পাক কর্ত্তৃপক্ষ আশা প্রকাশ করছে আগামী সপ্তাহে শেখ সাহেবের সাথে আরো আলোচনা হবে।
শেখ সাহেবকে লায়ালপুর জেল থেকে গত বুধবার পাক প্রেসিডেন্টের বাসভবনের কাছাকাছি একটি বাসভবনে গৃহবন্দী করে রাখা হয়েছে।
জেনেভা থেকে আগত আন্তর্জাতিক রেডক্রশের প্রতিনিধির সাথেও বঙ্গবন্ধুর দেখা হবার কথা আছে। ভুট্টো নাকি সাহেব বলেছেন শেখ মুজিবর রহমানের নিরাপত্তার জন্য পাহারাধীনে তাঁকে আটক রাখা হয়েছে!

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল