৩ এপ্রিল ১৯৭১ঃ পাকিস্তান সরকারের প্রতিবাদ
পাকিস্তান রেডিও ইউপিআই এর বরাত দিয়ে বলেছে বিএসএফ পূর্ব পাকিস্তানী বিচ্ছিন্নতা বাদীদের প্রতি সহানুভূতিশীল ভারতীয়দের অবাধে পূর্ব পাকিস্তানে প্রবেশে সহায়তা করছে। একটি বৃহৎ রাষ্ট্রের একটি রাজ্য বিহারের মুখ্যমন্ত্রী স্বয়ং বিএসএফ এর সহায়তায় পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে বৈঠক করেছেন বলে তারা জানতে পেরেছেন। পাকিস্তান সরকার ভারতের হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রনালয়ে ডেকে এনে এক নোটে জানিয়েছে ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের যে পথ বেছে নিয়েছে তা ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে এবং উহার দায় দায়িত্ব সম্পূর্ণ ভাবে ভারতের উপর বর্তাবে।