বিপ্লবী বাংলাদেশ
১৯শে ডিসেম্বর ১৯৭১
বাংলাদেশ শ্রমিক কৃষক সমাজবাদীদের অভিনন্দন
লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আজ সাড়ে সাত কোটি বাঙালীর আবাস ভূমি হানাদার কবলমুক্ত। সমস্ত সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র ছিন্নভিন্ন করে দিয়ে আজ দুর্জয় বাঙালী প্রমাণ করেছে যে জনতার অটুট মনোবল, আদর্শে-অকুন্ঠ বিশ্বাস আর মরণজয়ী সঙ্কল্পের কাছে কোন ষড়যন্ত্রই সফল হতে পারে না। আজ তাই সমস্ত সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র আর চক্রান্তের বিরুদ্ধে শপথ নেবার দিন। লক্ষ লক্ষ শহীদের নামে এই বলে বজ্রকন্ঠে ঘোষণার দিন যে, বাঙলাদেশকে আর কোনপ্রকার হায়েনা আর শকুনের চারণভূমি হতে দেব না। দেশী বা বিদেশী কোনপ্রকার ষড়যন্ত্রই আর বাঙলাদেশের মাটিতে বরদাস্ত করা হবে না—বাঙলাদেশে গড়ে তোলা হবে এক শোষণমুক্ত সুন্দর সমাজ। বাঙলাদেশের মেহনতী জনতার পক্ষ থেকে আজ এই বিজয়ের দিনে ভারতের সংগ্রামী শ্রমজীবী মানুষের নিঃস্বার্থ সমর্থন আর সারা দুনিয়ায় আমাদের সংগ্রামের সহযোগী অগণিত মানুষকে আমরা জানাই বিপ্লবী অভিনন্দন। (আগামী সংখ্যায় পূর্ণ বক্তব্য প্রকাশিত হবে)
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল