বিপ্লবী বাংলাদেশ
১৯শে ডিসেম্বর ১৯৭১
ইয়াহিয়ার আস্ফালন টিকল না
বাংলাদেশে মুক্তিফৌজ ও মিত্রবাহিনীর কাছে মার খেয়ে ইয়াহিয়া পাগলের ন্যায় আস্ফালন করেছিল যে, বাংলাদেশে আমার সৈন্য আত্মসমর্পণ করলেও পশ্চিম খন্ডে আমি ভারতের সাথে যুদ্ধ চালিয়ে যাবো। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দীন এ প্রসঙ্গে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছিলেন যে, ইয়াহিয়া যদি তার আগ্রাসী রণোন্মাদ নীতি এখনো পরিত্যাগ না করে তা’হলে মুক্তিবাহিনী মিত্রবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাক জঙ্গীশাহীর বিরুদ্ধে পশ্চিম খন্ডে লড়ে যাবেন।
কিন্তু ইয়াহিয়া নিজের প্রলাপ উক্তি ত্যাগ করে পশ্চিম রণাঙ্গণেও যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল