You dont have javascript enabled! Please enable it! 1971.12.12 | বন্ধন হলো ছিন্ন | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
১২ই ডিসেম্বর ১৯৭১

বন্ধন হলো ছিন্ন
(ভারতীয় প্রতিনিধি প্রেরিত)

নয়াদিল্লী ৬ই ডিসেম্বর—বাংলাদেশ ভারতের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার সাথে সাথে পশ্চিম পাকিস্তান সরকার ভারতের সংগে তার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল। অবশ্য বিগত কয়েক মাস ধরেই এই সম্পর্ক যথেষ্ট চিড় খেয়েছিলো।
এ প্রসঙ্গে যা উল্লেখ যোগ্য তা হলো এই সম্পর্ক ছিন্নের ঘোষণা। পাক সরকারের বেতার ভাষণ থেকে ভারত সরকার জানতে পারেন যে কূটনৈতিক সম্বন্ধ ছিন্ন হয়ে গেছে। অথচ আন্তর্জাতিক কূটনৈতিক প্রথা ও ভদ্রতা অনুসারে পাক সরকারের উচিত ছিল ভারতকে পূর্বাহ্নেই এ ঘটনা জানানো। অবশ্য পাক সরকারের কাছে ভদ্রতার আশা করাই বাতুলতা!

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল