৩ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ – রাজশাহী
ভারতীয় বিএসএফ বাহিনীর লে. কর্নেল সেন এবং মেজর চক্রবর্তীর সাথে রাজশাহীতে ক্যাপ্টেন গিয়াস সামরিক সাহায্যের বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন। ক্যাপ্টেন গিয়াস তাদের কাছে সীমান্তের বাহির থেকে আর্টিলারি সাপোর্ট চান। তারা এ সুবিধা দিতে রাজি হন নি। তারা রাইফেল এবং এলএমজি দিতে চান। তিনি তাদের বললেন তার কাছে ৩ ইঞ্চি মর্টার আছে ১২ টা এবং এল এম জি আছে একশোর উপরে তাই তার এগুলো দরকার নেই। পরে গিয়াস তাদের কাছে বিমান বিধ্বংসী সুবিধা চাইলেন। তিনি তাদের বলেন ৬ তারিখ রাজশাহী আক্রমন করবেন তখন যেন তাকে আর্টিলারি সাপোর্ট দেয়া হয়।