You dont have javascript enabled! Please enable it! 1971.12.19 | বেগম মুজিবের কৃতজ্ঞতা প্রকাশ | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
১৯শে ডিসেম্বর ১৯৭১

বেগম মুজিবের কৃতজ্ঞতা প্রকাশ

ঢাকা মুক্ত হবার পর বেগম মুজিবর রহমান অশ্রসিক্ত নয়নে নিজের বাসভবন থেকে নিচে নেমে আসেন এবং বাংলার মুক্তি ‍যুদ্ধে অংশ গ্রহণকারী মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বেগম রহমান জানান, পাকসৈন্য বাহিনী তাঁদের বাড়ির চতুর্দিক ঘিরে রেখেছিল। পাক-বাহিনীর আত্মসমর্পণের পরেও খান সেনারা গুলি চালিয়ে একজন মহিলা সহ ছয় জন লোককে নিহত করেছে। দীর্ঘ আট মাসাধিক কালের অত্যাচার উৎপীড়নের কাহিনীও বেগম রহমান সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল