You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
১৯শে ডিসেম্বর ১৯৭১

সকলি ফুরালো

‘ঢাকা, ১৭ ডিসেম্বর। বাংলাদেশে ইয়াহিয়ার পুতুল সরকারের গভর্ণর ডাঃ মালেক আজ সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন বাংলা দেশের যুদ্ধ বন্ধ হওয়ায় তিনি নাকি খুশী! বিবিকে নিয়ে মালেক সাহেব এখন ইন্টার কন্টিনেন্টাল হোটেলে রয়েছেন। ঢাকার পতন আসন্ন বুঝতে পেরেই বাংলার কুলাঙ্গার তার বিদেশিনী বিবিকে নিয়ে এখানে পালিয়ে আসে।
সাংবাদিকরা ওকে প্রশ্ন করেন ইয়াহিয়ার পুতুল সরকারের গভর্ণর আপনি হয়েছিলেন কেন? মালেক এর উত্তরে বলেন ও সবই তো এখন ফুরিয়ে গেছে’। এ ছাড়া অন্য কিছু বলতে মালেক সাহেব নারাজ। এই সময় তাঁর বিবি এসে নাটকীয় কায়দায় তাঁর হাত ধরে ঘরে নিয়ে যায়।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল