You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
৫ই ডিসেম্বর ১৯৭১

মুক্তিবাহিনীর বীর সাথী ভাইদের প্রতি

গোটা দুনিয়া আজ বিপ্লবমুখী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই বিশ্ববিবেকের এক অনির্বাণ অগ্নিশিখা। বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবর রহমানের মহান নেতৃত্বে জাতীয় আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের শেষ লড়াই লড়ছেন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ।
পৃথিবীর বিভিন্ন দেশে নিপীড়িত গণগোষ্ঠীর লড়াই চলছে। আজ যারা পিছিয়ে—কাল তারাই আবার সচেতন হয়ে লড়বেন। এটা অনিবার্য। কম্বোডিয়া, লাওস, বিয়াফ্রা, দক্ষিণ সুদান, ভিয়েতনাম, প্যালেষ্টাইন ও অন্যান্য দেশে মুক্তিযুদ্ধ চলছে। কিন্তু ওসব দেশের লড়াই বৃহত্তর জনগোষ্ঠীর নয়, ক্ষুদ্রতর অংশের। আর আমাদের দেশে এর সম্পূর্ণ বিপরীত। সেই কারণেই দেশের মুক্তিযুদ্ধ এতো জোরদার, এত বিপ্লবী। জনতার এই অপ্রতিরোধ্য শক্তিকে কে রুখবে। বালির বাঁধের মত সব বাধাই চুরমার হয়ে যাবে। এ কথা জোর দিয়ে বলা যায়—আমাদের সাড়ে সাত কোটি মানুষের সংগ্রাম সারা দুনিয়ার বিপ্লবের ইতিহাসের ঐতিহ্যকে ম্লান করে দিয়ে একটা ঐতিহাসিক স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করেছে। আমাদের এ সংগ্রাম সত্য ও ন্যায়ের বিপ্লবী মঞ্চে দাঁড়িয়ে আত্মপ্রকাশ করেছে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!