বিপ্লবী বাংলাদেশ
৫ই ডিসেম্বর ১৯৭১
মেজর এম.এ. জলিল—একটি পরিচিতি
বর্তমানে দেশে বিদেশে সংবাদ পত্রগুলি মেজর এম.এ. জলিল সম্পর্কে সোচ্চার হয়ে উঠেছে। অবশ্য তার কারণও আছে। সে কারণগুলির মধ্যে অন্যতম কারণ হলো এঁর কার্যক্ষেত্রের বিস্তৃতি। খুলনা, বরিশাল, পটুয়াখালি ও ফরিদপুর—এই চারটি জেলায় মুক্তিবাহিনীর নায়ক ও চালক হলেন মেজর জলিল।
কথা প্রসঙ্গে মেজর জলিল জানালেন যে তাঁর অধীনস্থ সেক্টরটিই সর্ববৃহৎ, এবং এই সেক্টরে মুক্তাঞ্চলের পরিমাণও সর্বাধিক—মোট ৮৩টি থানার মধ্যে ৭৮টি থানাই মুক্ত। মেজর জলিলের পরিচালন ক্ষমতার সাফল্য দেখে বাংলাদেশ মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কর্ণেল ওসমানী অত্যন্ত প্রীত হয়ে সম্প্রতি এই সব মুক্তাঞ্চল সফর করে এসেছেন। আশা করা যাচ্ছে যে আগামী সংখ্যায় কর্ণেল ওসমানীর এই সফরের সচিত্র বিবরণ দেওয়া যাবে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল