You dont have javascript enabled! Please enable it! 1971.12.05 | বাংলাদেশ সরকারের জরুরী আলোচনা সভা | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
৫ই ডিসেম্বর ১৯৭১

বাংলাদেশ সরকারের জরুরী আলোচনা সভা

মুজিবনগর ৪ ডিসেম্বর।
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও অর্থমন্ত্রী বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় এক জরুরী আলোচনায় মিলিত হন। খোন্দকার মোস্তাক আমেদ আমাদের প্রতিনিধিদের জানান, এবারকার যুদ্ধে পশ্চিম পাকিস্তানও পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। জনাব আমেদ বিশ্বে শুভবুদ্ধিসম্পন্ন মানবতার কাছে বঙ্গবন্ধুকে মুক্তি দেবার জন্য জল্লাদ ইয়াহিয়া চক্রের উপর চাপ সৃষ্টি করতে অনুরোধ করেন। জনাব কামরুজ্জামান বলেন, মুক্তিবাহিনী শীঘ্রই বাংলাদেশকে শত্রুর হাত থেকে সম্পূর্ণ মুক্ত করবে।
জনাব মনসুর আলী বলেন, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ একটি নতুন অধ্যায় সূচনা করবে। আমাদের মিত্ররাষ্ট্র ভারত দেশ গঠনেও সক্রিয় সাহায্য করবেন এ আশা আমরা পোষণ করি।
তিনি বলেন, বাংলাদেশ সর্বদাই বন্ধুরাষ্ট্র ভারতের পাশে থাকবে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল