বিপ্লবী বাংলাদেশ
৫ই ডিসেম্বর ১৯৭১
আমার প্রিয় দুঃসাহসী মুক্তিযোদ্ধারা
আপনারা জেনে রাখুন আমরা আমাদের নিজেদের শক্তিতেই স্বাধীনতা প্রতিষ্ঠার অভিযান চালিয়েছি। বিশ্ববিবেক আমাদের চূড়ান্ত বিজয়ের দিনে নিশ্চয়ই মাথা নোয়াবে। আমাদের স্বাধীনতার স্বীকৃতি তখন আমাদেরই পায়ের তলায় লুটিয়ে পড়বে। আমরা ইতিহাসের গতি ও শক্তির সড়ক বেয়ে এগিয়ে যাচ্ছি। কোন পশুশক্তির দুষ্ট দম্ভ কোন দিনই এ শক্তিকে পদদলিত করতে পারে নি, পারবে না। আমাদের এই ন্যায়সিদ্ধ সংগ্রাম সাফল্যের বিজয় মুকুট কেড়ে আনবেই।
ইতিহাসে এমনি কোন লোকায়ত্ত আন্দোলন ব্যর্থ কোনদিনই হয় নি। কারণ ন্যায়ের বিদ্রোহের কোন হার নেই।
আমাদের স্বাধীনতা কায়েমের পিছনে একটি-ই লক্ষ্যবিন্দু। সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, ও পুঁজিবাদের শোষণের হাড়ীকাঠ থেকে আমাদের দেশের মেহনতী মানুষের সকল অংশকে মুক্ত করতে হবে। একটা শোষণহীন সমাজতান্ত্রিক গণতান্ত্রিক বাংলা কায়েম করাই এই মুক্তিযুদ্ধের একমাত্র লক্ষ্য। মহান নেতা শেখ মুজিবর রহমান হবেন এই আদর্শ বাস্তবায়নের প্রধান স্থপতি। পশ্চিম পাকিস্তানের সামরিক ছাওনীর দুঃসহ যন্ত্রণার কারাগারে তিনি আজ বন্দী। সাড়ে সাত কোটি মানুষ প্রতি মুহূর্ত্তেই তাঁর মুক্তির প্রহর গুণছে।
আপনাদের প্রচন্ড আক্রমণেই ইয়াহিয়ার ওই লোহার গরাদ ভেঙে চুরমার হযে যাবে। আমাদের প্রিয়নেতা আবার ফিরে আসবেন স্বাধীন বাংলার সবুজ প্রান্তরে। জয় আমাদের সুনিশ্চিত।
জয় বাংলা
মেজর এম.এ. জলিল
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল