বিপ্লবী বাংলাদেশ
৫ই ডিসেম্বর ১৯৭১
নাগেশ্বরী ও ভারলানদীর উত্তরাঞ্চল মুক্ত
৪ ডিসেম্বর। রংপুর জেলার নাগেশ্বরী থানা এবং শান্ত প্রবাহিনী ভারলা নদীর উত্তরাঞ্চলের প্রায় ৬০ বর্গমাইল অঞ্চল মুক্তিবাহিনী সম্পূর্ণ মুক্ত করেছে। হানাদার বাহিনীর অসংখ্য সৈন্য এখানে মিলিত হয়েছিল। হতাহতের সঠিক খবর এখন পর্যন্ত জানা যায় নাই।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল