৩ এপ্রিল ১৯৭১ঃ ব্রিটেনে বাংলাদেশ আন্দোলন
যুক্তরাজ্যে পূর্ব পাকিস্তানী মহিলা সমিতি (কয়েক মাস আগে আপওয়া এর পূর্ব পাকিস্তানের সকল কমিটি এ নামে পরিচিত হয়) লন্ডনে টেমস নদীর ধারে ভিক্টোরিয়া প্রান্তে বিক্ষোভ মিছিল বের করে। তারা ইংরেজিতে স্টপ জেনোসাইড, রিকগ্নাইজ বাংলাদেশ, ইয়াহিয়াজ আর্মি আউট আউট বাংলায় বাংলাদেশকে স্বীকৃতি দাও, আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব,ইয়াহিয়ার আর্মি ভাগো ভাগো ইত্যাদি প্ল্যাকার্ড বহন করে। তারা তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ শ্লোগানে আকাশ বাতাশ কাপিয়ে ১০ নং ডাউনিং স্ট্রীট রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গমন করে। সেখানে তারা একটি স্মারক লিপি জমা দিয়ে বাকিংহাম প্যালেসে যান। সেখানে তারা একটি স্মারক লিপি জমা দিয়ে হাইড পার্কের দিকে যাত্রা করেন। আগের দিন মিসেস আনোয়ারা জাহানকে কনভেনর করে বাংলাদেশ উইমেন এসোসিয়েশন ইন গ্রেট ব্রিটেন বাংলায় বাংলাদেশ মহিলা সমিতি গঠন হয়। সমিতির অপর সদস্যরা হলেন পাকিস্তান আন্দোলন ও আওয়ামী লীগ নেত্রী লুলু বিলকিস বানু, ঊর্মি রহমান, ফেরদৌসি বেগম।