বিপ্লবী বাংলাদেশ
২৮ নভেম্বর ১৯৭১
হিলিতে প্রচন্ড যুদ্ধ
পাক ট্যাংক ধ্বংস
হিলি রক্ষার মরণপণ যুদ্ধে লিপ্ত হয়েও পাক বাহিনীকে আরও ট্যাঙ্ক হারাতে হয়েছে বলে আজ এক বিশ্বস্ত সূত্রের খবরে জানা গেছে। হিলি পাক সেনাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি। হিলির পতন হলে রংপুর ক্যান্টনমেন্ট থেকে উত্তর বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়বে তাই পাক সেনারা এখানে মরিয়া হয়ে উঠেছে।
মুক্তিসেনারা হিলিকে তিনদিক থেকে আক্রমণ করেছে। এতে বেসামাল পাক সেনারা ভারতের বালুরঘাটের দিকে অগ্রসর হলে ভারতীয় বীর সেনারা পাল্টা আক্রমণ করে। কয়েকখানা ট্যাঙ্ক এবং ৮০ জন পাকসেনা খতম হয়েছে।
জানা গেছে হিলিতে ৮ হাজার সৈন্য ট্যাঙ্ক ও দূরপাল্লার ভারী কামান নিয়েও মুক্তিবাহিনীর অগ্রসরকে প্রতিহত করতে পারছে না।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল