বিপ্লবী বাংলাদেশ
২৮ নভেম্বর ১৯৭১
যশোরের পতন আসন্ন
পাক স্বীকৃতি
২৭ নভেম্বর, আজ পাক বেতার জানিয়েছে, যশোরের অনতিদূরে প্রচন্ড লড়াই চলছে। যশোর বিপন্ন, যে কোন মুহূর্তে যশোরের পতন হতে পারে; মুক্তিবাহিনীর প্রচন্ড আক্রমণে পাক সেনা কোণঠাসা হয়ে পড়েছে। বেতারে সেনাদল ও জনগনের প্রতি এক আবেদনে বলা হয়েছে, যশোর রক্ষার জন্য আল্লাকে ডাকুন। বেতারের খবরে আরো জানা গেছে, অধিকৃত বাংলাদেশের পাক কমান্ডার লেঃ জেঃ নিয়াজী মুক্তিসেনাদের আক্রমণে বিপন্ন বিভিন্ন এলাকা সফর করে ব্যর্থ মনে ঢাকায় ফিরে সেনাদল দিয়ে ঘেরা শূন্য মাঠের এক জনসভায় বলেছে, যশোরকে যে কোন উপায়ে রক্ষা করতে হবে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল