You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
২৮ নভেম্বর ১৯৭১

জরুরী অবস্থা না ত্রাহি ত্রাহি অবস্থা?

হালাকু নাদিরের বংশধর ইয়াহিয়া এখন বেসামাল হয়ে পড়েছে। বাংলাদেশের অভ্যন্তরে অমিতবিক্রমে মুক্তিবাহিনী একের পর এক গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো অধিকার করে নিচ্ছেন। যুদ্ধ বাধাবার অপচেষ্টায় পাকবাহিনী ভারতীয় সীমানা লঙ্ঘন করে ভারতের জওয়ানদের হাতে চরম লাঞ্ছনা ভোগ করেছে। পাক জঙ্গীশাহীর সব অপচেষ্টা ব্যর্থ হয়ে গেছে। মুক্তিবাহিনী যে অস্ত্রের জোরেই চূড়ান্ত বিজয়লাভ করবে, এ সত্যটি উপলব্ধি করেই পাক জঙ্গীশাহী জরুরী অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে। জরুরী অবস্থা ঘোষণা করে মুক্তিযোদ্ধাদের অগ্রগতি স্তব্ধ করা যায়নি। উপরন্তু মুক্তি যোদ্ধারা এখন আরো মারমুখী হয়ে তাঁদের বিজয় অভিযান এগিয়ে নিয়ে যাচ্ছেন। মুক্তি বাহিনীর বীরত্বপূর্ণ আক্রমণে নাজেহাল হয়ে পাক হানাদার বাহিনী রণাঙ্গন থেকে কুকুরের মত পালিয়ে যাচ্ছে। শত্রু কবল থেকে বাংলার অবশিষ্ট অংশ শীঘ্রই মুক্তির পথে। পাকিস্তান নামক শব্দটি এখন কবরে প্রবেশের অপেক্ষায় আছে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল