You dont have javascript enabled! Please enable it! 1971.11.28 | কালিগঞ্জে জনসভা | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
২৮ নভেম্বর ১৯৭১

কালিগঞ্জে জনসভা

খুলনা ২০শে নভেম্বর, আজ অপরাহ্নে সাতক্ষিরা মহকুমার কালিগঞ্জে থানার সম্মুখে এক বিরাট জনসমাবেশে জনাব নূরুল ইসলাম মঞ্জুর এম.এন.এ মুক্তিবাহিনীর সফল জওয়ান ও অফিসার এবং নাগরিকদের উদ্দেশ্যে এক ভাষণ দেন। জনাব মঞ্জুর বলেন যে বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা অর্জ্জন না করা পর্য্যন্ত মুক্তিযোদ্ধারা এ যুদ্ধ চালিয়ে যাবে। তিনি পাক দস্যুদের হুশিয়ার করে বলেন যে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে আটক করে রাখার শক্তি ইয়াহিয়া থাক পাক সরকারের নেই। তিনি বলেন যে আমাদের বীর মুক্তিযোদ্ধারা খুব শীঘ্রই পাক দস্যুদের উচিত শিক্ষা দিতে বঙ্গবন্ধুকে মুক্ত করে নিয়ে আসবে।
জনাব নুরুল ইসলাম মঞ্জুর ভারত সরকার ও ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে, তারা যেভাবে শরণার্থীদের সর্বপ্রকার সাহায্য ও সহযোগীতা করেছেন তার কোন তুলনা হয়না। এজন্য বাংলাদেশের নাগরিকরা ভারতবাসীর কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবেন।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল