৩ এপ্রিল ১৯৭১ঃ পশ্চিম বঙ্গে বাংলাদেশ মুক্তি সংগ্রাম সহায়ক সমিতি গঠন
পশ্চিমবঙ্গে বাংলাদেশ মুক্তি সংগ্রাম সহায়ক সমিতি গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গে কংগ্রেস সরকার গঠন করার পরপরই মুখ্যমন্ত্রী অজয় মুখারজি (ফ্রেন্ডস অব বাংলাদেশ ৭১) এই কমিটি করলেন। কমিটির সভাপতি হয়েছেন তিনি স্বয়ং। কার্যকরী সভাপতি হয়েছেন উপ মুখ্যমন্ত্রী বিজয় সিংহ (ফ্রেন্ডস অব বাংলাদেশ ৭১)। অর্থ সম্পাদক হয়েছেন বিধানসভার চিফ হুইপ প্রফুল্ল কান্তি ঘোষ। সাধারন সম্পাদক হয়েছেন ৫ জন এরা হলেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ জয়নাল আবেদিন (ফ্রেন্ডস অব বাংলাদেশ ৭১), হরিদাস মিত্র, অধ্যাপক অমিয় দাস গুপ্ত, অধ্যাপক নির্মল বসু, অরুন কুমার মৈত্র।