বিপ্লবী বাংলাদেশ
১৪ নভেম্বর ১৯৭১
পাকিস্থানকে চীনের উপদেশ
ভারতের প্রতি পাকিস্তানের যুদ্ধংদেহী মনোভাব এবং চীন সম্বন্ধে ইয়াহিয়ার আবোলতাবোল কথাবার্তায় চীন বর্তমানে বেশ অস্বস্তি বোধ করছে বলেই মনে হয়। এই মর্মে গত ১২ নভেম্বর বি.বি.সি থেকে প্রচারিত একটি সংবাদ উল্লেখযোগ্য। বি.বি.সি থেকে বলা হয়েছে। লন্ডন টাইমস পত্রিকার রাওয়ালপিন্ডিস্থ সংবাদদাতা বলেছেন যে, ভূট্টোর সাম্প্রতিক সফর উপলক্ষে চীন পাকিস্তানকে তিনটি বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে। সেগুলি হলো, পাকিস্তান যেন কোনক্রমেই ভারত আক্রমণ না বাংলাদেশ সমস্যার একটা যুক্তিসঙ্গত রাজনৈতিক সমাধান করে এবং ভারত পাকিস্তান প্রশ্নটি নিরাপত্তা পরিষদে তোলার সময় এখন নয়।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল