বিপ্লবী বাংলাদেশ
১৪ নভেম্বর ১৯৭১
জঙ্গী চক্রের দুরভিসন্ধি ব্যর্থ করার আহ্বান
মুজিবনগর, ৭ই নভেম্বর—বাংলাদেশ সরকারের উপদেষ্টা কমিটি আজ ইয়াহিয়া খাঁর যুদ্ধের প্রস্তুতি এবং ভারত আক্রমণের প্রকাশ্য সিদ্ধান্তের কারণ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে বিশ্বের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেওয়ার অভিসন্ধি বলে অভিহিত করেছেন।
কমিটির সভায় প্রস্তাব নেওয়া হয় যে, বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের একমাত্র লক্ষ্য পূর্ণ স্বাধীনতা, হানাদারদের বিরুদ্ধে গণ-প্রতিরোধ বাহিনী দিন দিন যে সাফল্য অর্জন করেছেন তা থেকে বিশ্বের দৃষ্টি অন্যত্র ফিরানোই পশ্চিমা শাসকচক্রের উদ্দেশ্য। দুরভিসন্ধি ব্যর্থ করার জন্য বাংলাদেশের জনগণ ও স্বাধীনতা যোদ্ধাদের প্রতি আহ্বান জানান হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেন, প্রধানমন্ত্রী জনাব তাজুদ্দিন আহমেদ। এছাড়া সভায় জনাব মনসুর আলি, আবদুস সামাদ আজাদ, অধ্যাপক মুজাফফর আহমেদ, শ্রীমনোরঞ্জন ধর, শ্রীমণি সিং উপস্থিত ছিলেন। জন-নেতা মৌলানা ভাসানী অসুস্থতার জন্য এ সভায় উপস্থিত হতে পারেননি।
কমিটি শেখ মুজিবের মুক্তি দাবী করেছেন, এছাড়া বাংলাদেশ প্রশ্নে সর্বরকম সাহায্য ও সহযোগিতার জন্য ভারত সরকার ও জনগণকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল