You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
২১ নভেম্বর ১৯৭১

মু্ক্তিফৌজের তৎপরতা
পাক জঙ্গী বিমান বিধ্বস্ত

১৮ই নভেম্বর, চট্টগ্রাম। খবর পাওয়া গেছে মুক্তিযোদ্ধারা কক্সবাজারের নিকটে একখানা পাক জঙ্গী বিমান গুলি করে ভূপাতিত করেছে।
ঘটনার বিবরণে প্রকাশ বাংলাদেশের অসম সাহসী মুক্তিযোদ্ধারা শহরটি দখলের চেষ্টা করলে হানাদাররা বাধা দেয়। ফলে সামনা সামনি তুমুল যুদ্ধ শুরু হয়। মুক্তিবাহিনীর প্রচন্ড মারের মুখে পাক হানাদার যখন টিকতে না পেরে পিছু হটছে তখন এই জঙ্গী বিমানের সাহায্য নেওয়া হয়। কিন্তু হানাদারদের এ প্রচেষ্টা ব্যর্থ করে মুক্তিযোদ্ধারা গুলি করে বিমানটিকে ভূপাতিত করে।
জানা গেছে, এই উল্লেখযোগ্য শহরটির দখল নিয়ে এখনো দু’পক্ষে তুমুল যুদ্ধ চলছে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল