বিপ্লবী বাংলাদেশ
২১ নভেম্বর ১৯৭১
গেরিলাদের আক্রমণে ভীত সন্ত্রস্ত পাকসৈন্য
ঢাকায় অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন
ঢাকা, ১৭ই নভেম্বর। ঢাকা নগরী দখল নিয়ে মুক্তিবাহিনী ও পাক দখলদারদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়েছে। মুক্তিযোদ্ধারা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা নগরীর বিভিন্ন স্থান থেকে এক স্থানে জমায়েত হয়ে সম্মিলিত ভাবে হানাদারদের ঘাঁটি আক্রমণ করেছে বলে জানা গেছে। এর ফলে বহু পশ্চিমা সৈন্য হতাহত হয়েছে। এর সত্যতা পরোক্ষভাবে ঢাকা বেতার থেকে স্বীকার করা হয়েছে।
গেরিলাদের সম্মিলিত আক্রমণের মুখে পাক জঙ্গীশাহীর লেলিয়ে দেওয়া বর্বর সৈন্যরা টিঁকতে না পেরে ভীত সন্ত্রস্ত হয়ে সমস্ত ঢাকা শহরে সান্ধ্যআইন জারী করেছে। এ সংবাদ ঢাকা বেতার থেকেও প্রকাশ করা হয়েছে। জানা গেছে, স্বাধীনতা সংগ্রামীরা সান্ধ্য আইন ভঙ্গ করে টহলরত সৈন্যের উপর বেশ কয়েকবার অতর্কিত আক্রমণ চালিয়ে বেশ কিছু সৈন্যকে হতাহত করেছে।
ঢাকা শহরে হানাদাররা সাঁজোয়া গাড়ী, ট্যাঙ্ক, দূর পাল্লার কামান নিয়ে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে এবং গেরিলাদের খোঁজার নাম করে জোর করে বাড়ী বাড়ী ঢুকে লুঠ, ধর্ষণ ও নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। ভারতের বেতার এই অত্যাচারের কথা বলতে গিয়ে ২৫শে মার্চের সঙ্গে তুলনা করেছে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল