বিপ্লবী বাংলাদেশ
১৪ নভেম্বর ১৯৭১
বৃটিশ জাহাজ জখম
বাংলাদেশের গেরিলারা চালনা বন্দরে একখানা বৃটিশ জাহাজের উপর গুলীবর্ষণ করলে জাহাজটি চালনা বন্দর ছেড়ে পালিয়ে কোলকাতায় আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। জাহাজটির প্রচুর ক্ষতি হয়েছে।
জাহাজটির নাম “সিটি অব সেন্ট আলবানস।” জাহাজটি গত বুধবার দিন কোলকাতা থেকে খুলনার চালনা বন্দরে এসেছিল পাট নিয়ে বিদেশে যাবে বলে। খবরে আরো জানা গেছে, জাহাজটি চালনা বন্দর ছেড়ে কোলকাতায় আশ্রয় নিলে সেখানকার অবস্থানরত অন্যান্য বিদেশী জাহাজগুলি বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানিয়েছে। জাহাজের নাবীকরা বলেছে, তাদের যদি সর্বরকম নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি দেওয়া হয় তবেই তারা বাংলাদেশে আসবে বলে জানিয়েছে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল