You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
৭ নভেম্বর ১৯৭১

চীনা অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রংপুর-দিনাজপুর-রাজশাহী রণাঙ্গন :
২৭শে অক্টোবর জগৎপুর এলাকায় মুক্তিযোদ্ধারা পাকিস্তানী সৈন্যদের একটি মিশ্র টহলদার দলের ‍উপর অতর্কিত আক্রমণ করে ৯ জন শত্রুসেনা খতম ও ৪ জনকে আহত করেন। এর আগে ২৪শে অক্টোবর একই এলাকায় মুক্তি বাহিনীর হাতে ৫ জন অনিয়মিত শত্রুসেনা খতম হয়। ২৩শে অক্টোবর ভালদাও এলাকায় মুক্তিবাহিনী পাকিস্তানী সৈন্যের টহলদার দলকে আক্রমণ করে একজন খান-সেনাকে খতম করেন। একই দিনে মুক্তিযোদ্ধারা বাজুমারার কাছে পালনাখালি এলাকায় ১২টি রাইফেল সমেত ১৩ জন রাজাকারকে ধরে ফেলেন। লালমনির হাটে খান-সেনাদের আক্রমণ করে মুক্তি বাহিনী ৫ জন শত্রুসেনা খতম করে। এখানে মুক্তিবাহিনী কিছু চীনা অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!