You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
১৪ নভেম্বর ১৯৭১

বাংলাদেশ-সর্বহারার-বাংলাদেশ হবে
শোষণহীন এবং ধর্মনিরপেক্ষ
—কামরুজ্জামান

১১ই নভেম্বর, মুজিবনগর, স্বরাষ্ট্র মন্ত্রী জনাব এ.এইচ.এম কামরুজ্জামান সরকারের নীতি স্পষ্ট ঘোষণা করে বলেন, পাকিস্তান কাঠামোর মধ্যে বাংলাদেশ সমস্যার সমাধান নয়। বাংলাদেশ আজ এক অতি বাস্তব সত্য।
তিনি বলেন, বাংলাদেশ হবে শোষণবিহীন, বাংলাদেশে আমলাতন্ত্রকে নির্মূল করা হবে—শোষক শ্রেণীকে ধ্বংস করে সর্বহারা মানুষকে স্থান করে দেওয়া হবে। শরণার্থীদের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। তাই বাংলাদেশ হানাদার মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সরকারের প্রথম কাজ হবে ভারতে আশ্রয়প্রাপ্ত শরণার্থীদের স্বদেশে প্রত্যাবর্তন ও নিজ নিজ বাসভূমিতে পুনঃপ্রতিষ্ঠিত করা।
ভারতের অবিস্মরণীয় বন্ধুত্বের কথা বলতে গিয়ে তিনি বলেন, ভারত বাংলাদেশ বন্ধুত্ব চিরস্থায়ী করার জন্য উপযুক্ত কর্মনীতি গ্রহণ করা হবে। এ ছাড়া যে সব দেশ ভারতের বন্ধু বলে বিবেচিত ও স্বীকৃত, সেইসব দেশকেও বাংলাদেশ মিত্র রাষ্ট্র বলে মনে করবে। স্বরাষ্ট্র মন্ত্রী পৃথিবীর শোষিত ও নির্যাতিত মানুষের স্বপক্ষে ও সাম্রাজ্যবাদের শৃঙ্খল থেকে শোষিত মানুষের মুক্তির ক্ষেত্রে সোভিয়েট ইউনিয়নের অবদান অনস্বীকার্য্য বলে মন্তব্য করেন। তিনি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বন্ধুত্ব অক্ষুন্ন রাখার প্রতি বিশেষ করে জোর দেন।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!