You dont have javascript enabled! Please enable it! 1971.11.07 | স্বাধীন বাংলার মা-বোন ও ভাইদের প্রতি —মেজর এম.এ. জলিল | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
৭ নভেম্বর ১৯৭১

স্বাধীন বাংলার মা-বোন ও ভাইদের প্রতি
—মেজর এম.এ. জলিল

০ আমাদের মা-বোন ও ভাইয়েরা। আমরা জানি আপনারা অনেক কষ্টে থেকেও দৈনন্দিন আরো বেশী মনোবল নিয়ে, স্বাধীনতা সংগ্রামে মুক্তিবাহিনীর পাশে থেকে, ঐতিহাসিক বীরত্বের পরিচয় দিচ্ছেন। আমরা ও আপনারা সবাই একই বাংলামায়ের সন্তান। সকলেরই কাম্য এক স্বাধীনতা।
কিন্তু পশ্চিমা পিশাচগুলো তো তা চায় না? তারা চায়, আমাদের ভাইয়ের রক্তে আমাদের রাঙ্গিয়ে দিতে—তারা চায়, ভাইয়ে-ভাইয়ে বিভেদ ঘটিয়ে, আমাদের সর্বস্ব কেড়ে নিতে—আমাদের বাঙালী জাতিকে ধ্বংস করতে। তা কি কোনদিন সম্ভব, আর তা কেউ পেরেছে কোনদিন? আমরা আজ বুঝেছি ও জেনেছি—আমরা বাঙালি—আমরা বাঙলা মায়ের সন্তান।
০ তাই পশ্চিমা পিশাচরা বিভিন্ন পৈশাচিক ও নীচ কাজের মাধ্যমে মুক্তি-বাহিনীর নামে কলঙ্ক ডেকে আনতে আজ বদ্ধপরিকর। আপনারা ওদের কথায় কান দিয়ে মুক্তিবাহিনী ও আপনাদের সর্বনাশ ডেক আনবেন না।
০ জেনে রাখুন মুক্তিবাহিনী আপনাদেরই ভাই-বোন ও সন্তান! মুক্তিবাহিনী আপনাদেরই। আমরা আপনাদের আশা ও স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে গিয়ে দিনের পর দিন, রাতের পর রাত, জঙ্গলে, রোদে, বৃষ্টিতে—আর উন্মাদের মতো বিনা বিশ্রামে গত আট মাস ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছি—এ সংগ্রামের ফলাফল অতি শীঘ্রই পাবেন। এই বিশ্বাস রেখে, আরো বেশী করে মুক্তিবাহিনীর সকল কাজে এগিয়ে আসুন—আমরা বিশ্বাসের মর্যাদা রাখবোই রাখবো।
০ মুক্তিবাহিনী চুরি, ডাকাতি, নারী নির্যাতন থেকে অনেক ঊর্দ্ধে—আমরা বাঙলা মায়ের সোনার সন্তান। ভুলবেন না, আমরা সত্যি সত্যিই চাই প্রত্যেক বাঙালীকে সোনার বাঙলায় সোনার বাঙালীরূপে দেখতে। আমাদের সরকার—আমাদের মহান নেতা “বঙ্গবন্ধু” শেখ মুজিবর রহমান যেন ফিরে এসে, সোনার বাঙালীকে গর্বের সাথে বুকে তুরে নিতে পারেন, এটাই আমাদের কাম্য, ঐকান্তিক বাসনা তথা আমাদের গর্ব— জয়-বাংলা

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল